Friday, 17 August 2012

অধ্যাপক নিয়োগে অভিন্ন প্যানেল


বিশ্ববিদ্যালয় ভিত্তিক নয়, কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে এবার রাজ্যজুড়ে একটিই প্যানেল হবে৷ এমনকি, কলেজের চুক্তি ভিত্তিক ও আংশিক সময়ের শিক্ষকদের জন্য থাকছে অতিরিক্ত নম্বরের সুবিধা ও বয়সের ছাড়৷ রাজ্য সরকারের নতুন বিলে থাকছে এমনই সংস্থান৷

এতদিন কলেজে শিক্ষক নিয়োগ হত বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্যানেলের মাধ্যমে অর্থাত্ কোন বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ গুলিতে পড়াতে ইচ্ছুক, তা আগে নির্দিষ্ট করতে হত আবেদনকারীকে৷ এই ধারার বদল আনছে সরকার৷ এবার রাজ্যজুড়ে একটিই প্যানেল হবে৷ মেধা তালিকা অনুযায়ী প্রার্থী কাউন্সেলিংয়ের মাধ্যমে বেছে নেবেন রাজ্যের যে কোনও কলেজ৷ বিধি বদলাতে বিল আনছে সরকার৷ শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজভবনে যান৷ এদিনই কলেজ সার্ভিস কমিশন বিলে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল৷
সরকারস্বীকৃত আংশিক সময়ের বা চুক্তিভিক্তিক কলেজ শিক্ষকদের ক্ষেত্রেও বদলাচ্ছে বিধি৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই ধারায় যে সমস্ত শিক্ষক ইন্টারভিউয়ের যোগ্যতা অর্জন করবেন, তাঁরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷ এমনকি, শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত নম্বর বরাদ্দ থাকবে৷ প্রসঙ্গত, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৩৭ বছর পর্যন্ত কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে বসা যায়৷
সরকার ভাবছে, যে সমস্ত আংশিক সময়ের কিংবা চুক্তিভিত্তিক শিক্ষকের বয়স বেশি, তাঁদের বেতনও  প্রায় দ্বিগুন করা হবে৷ আসন্ন বিধানসভা অধিবেশনে পেশ হবে এই বিল৷ শিক্ষাবিদদের বক্তব্য অভিন্ন প্যানেলের ক্ষেত্রে আবেদন প্রার্থীর কাছে কলেজের অপশন অনেক বেড়ে যাবে৷ উল্টে, আসন শূন্য থাকার আশঙ্কাও কমবে৷ সর্বোপরি,অভিন্ন প্যানেলে যোগ্যতার যথার্থ স্বীকৃতি মিল

No comments:

Post a Comment