পালেক্কেলঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ আগেই ৪-১ জিতেছিল ভারত৷ সোমবার সিরিজের একমাত্র টি২০ ম্যাচেও দাপটে জিতল ধোনিবাহিনী৷ মঙ্গলবার পালেক্কেলেতে শ্রীলঙ্কা সফরকারী দল ভারত অনায়াসে জিতল ৩৯ রানে৷ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠানোর পর শুরুতেই ৬ রানে ফিরে যান গম্ভীর৷ অন্য ওপেনার আজিঙ্কা রাহানে বিদায় নেন ২১ রানে৷ কিন্তু ফের ভারতকে টানলেন চলতি মরসুমে সীমিত ওভারের ক্রিকেটে সবচেয়ে নির্ভরযোগ্য বিরাট কোহলি৷ কোহলির ৪৮ বলে ৬৮ রানের পাশে দিব্যি মানানসই সুরেশ রায়নার ৩৪৷ অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি শেষদিকে ১৬ রানে অপরাজিত থেকে ভারতকে ৩ উইকেটে ১৫৫ স্কোরে পৌঁছে দেন৷
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা ধাক্কা খায় ইরফান খানের স্যুইংয়ে৷ তিলকরত্নে দিলশান, উপল থরঙ্গা, মহেলা জয়বর্ধনেকে ২৬ রানে তুলে নিয়ে লঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দেন বাঁহাতি মিডিয়াম পেসার৷ ম্যাথিউসের ৩১ ছাড়া কেউই বলার মতো রান পাননি৷ পঠান যদি শুরুতে ধাক্কা দেওয়ার কাজটা সারেন তাহলে বল হাতে ফিনিশিং দিল অশোক দিন্দার পেস৷ ১১৬ রানেই শেষ শ্রীলঙ্কা৷ ১৯ রানে ৪ উইকেট তুলে বাংলার ছেলেই দিনের সফলতম বোলার৷ ফলে বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের দল নির্বাচনের আগে ফের জাতীয় নির্বাচকদের ঝাঁকুনি দিয়ে রাখলেন বাংলার পেসার৷
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা ধাক্কা খায় ইরফান খানের স্যুইংয়ে৷ তিলকরত্নে দিলশান, উপল থরঙ্গা, মহেলা জয়বর্ধনেকে ২৬ রানে তুলে নিয়ে লঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দেন বাঁহাতি মিডিয়াম পেসার৷ ম্যাথিউসের ৩১ ছাড়া কেউই বলার মতো রান পাননি৷ পঠান যদি শুরুতে ধাক্কা দেওয়ার কাজটা সারেন তাহলে বল হাতে ফিনিশিং দিল অশোক দিন্দার পেস৷ ১১৬ রানেই শেষ শ্রীলঙ্কা৷ ১৯ রানে ৪ উইকেট তুলে বাংলার ছেলেই দিনের সফলতম বোলার৷ ফলে বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের দল নির্বাচনের আগে ফের জাতীয় নির্বাচকদের ঝাঁকুনি দিয়ে রাখলেন বাংলার পেসার৷

No comments:
Post a Comment