Saturday, 18 August 2012

ডেভিস কাপে বাদ মহেশ-বোপান্না


অলিম্পিক কাণ্ডের জেরে ভারতের ডেভিস কাপ দল থেকে ছেঁটে ফেলা হল মহেশ ভূপতি ও রোহন বোপান্নাকে৷ ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর ভারতের টাই রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ সেই দলে রাখা হল না মহেশ ও রোহনকে৷ অলিম্পিকে টেনিস সংস্থার সিদ্ধান্তের বিরুদ্দে বিদ্রোহ করেও পার পেয়ে গিয়েছিলেন মহেশ-বোপান্না৷ এ বার ডেভিস কাপে সেই ঘটনার মাশুল গুনতে হল তাঁদের৷
ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন লিয়েন্ডার পেজও৷ ৬ জনের দল গঠন করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন য়ুকি ভাম্বরি, সনম সিংহ, বিষ্ণু বর্ধন, সাকেত মাইনেনি, শ্রীরাম বালাজি ও ডিভিদ সরণ৷ মূলত উঠতি খেলোয়াড়দের নিয়ে দলগঠন করে এ আই টি এ চাইছে ভবিষ্যতের জন্য এই সব খেলোয়ারদের তৈরি রাখতে৷ 

No comments:

Post a Comment