Wednesday, 15 August 2012

শহরজুড়ে 'স্বাধীনতা'র উদযাপন


শহর জুড়ে পালিত হল ৬৬তম স্বাধীনতা দিবস৷ রেড রোডের পাশাপাশি একাধিক জায়গায় উদযাপিত হল দিনটি৷ রেড রোডে সরকারিভাবে পালিত হল দিনটি৷ অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে৷ কুচকাওয়াজের পাশপাশি নৃত্যানুষ্ঠানে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা৷ প্রদর্শিত হয় রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো৷ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাল্মিকী প্রতিভা’ পরিবেশন করেন বিচারাধীন বন্দিরা৷
মেয়ো রোড ও রেড রোডের সংযোগস্থলে সুভাষচন্দ্র বসুর মুর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী৷ পরে সেখানেই গাঁধীমূর্তিতে মালা দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন রাজ্যপাল এম কে নারায়ণনও৷ রাজ্যপালের সঙ্গে ছিলেন মন্ত্রী মনীশ গুপ্ত৷ 
সকাল সাড়ে ৮টা নাগাদ ব্যারাকপুরের গাঁধীঘাটে যান রাজ্যপাল৷ শ্রদ্ধা জানান মহাত্মা গাঁধীর স্মৃতি সৌধে৷ চরকাও কাটেন তিনি৷ স্বাধীনতা দিবস পালন করল দক্ষিণ-পূর্ব রেল৷ বৃহস্পতিবার সকালে গার্ডেনরিচের সদর দফতরে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জাতীয় পতাকা উত্তোলন করেন জেনারেল ম্যানেজার এ কে ভার্মা৷ খিদিরপুর ডক সিআইএসএফ ব্যারাকে দিনটি পালন করে কলকাতা পোর্ট ট্রাস্ট৷ এদিন সংস্থার চেয়ারম্যান মনীশ জৈন জাতীয় পতাকা উত্তোলন করেন৷ কুচকাওয়াজের পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও৷ 

No comments:

Post a Comment