Tuesday, 14 August 2012

প্রয়াত বিলাসরাও দেশমুখ

চেন্নাই:  জীবনাবসান হল কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও দেশমুখের৷ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর বয়স হয়েছিল ৬৭৷ বেশ কিছুদিন ধরেই কিডনি ও লিভারের সমস্যায় ভুগছিলেন বিলাসরাও। গত ৬ অগাষ্ট থেকে চেন্নাইয়ে একটি হাসপাতালে ভর্তি ছিলেন৷ মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়। বিলাসরাওয়ের মৃত্যুতে লোকসভা এবং রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়৷ লাতুরে তাঁর শেষকৃত্য হবে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী ও তিন পুত্র বর্তমান। অভিনেতা রীতেশ দেশমুখ তাঁরই অন্যতম পুত্র। 
১৯৮০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন তিনি৷ ১৯৯৯ এবং ২০০৪-- দু’দফায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন৷ রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি দ্বিতীয় ইউপিএ-র মন্ত্রী ছিলেন৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। 

No comments:

Post a Comment