লন্ডন: লন্ডনে ট্রেনযাত্রায় ক্রীড়াপ্রেমীদের জন্য বিনোদন ম্যাজিকের ব্যবস্থা করা হয়েছে৷ প্রতি দুপুরেই তাসের নানা খেলা নিয়ে হাজির হচ্ছেন এক জাদুকর৷ আর তাঁর ম্যাজিকের আনন্দ নিতে নিতেই গন্তব্যে পাড়ি জমাচ্ছেন অলিম্পিক দেখতে আসা দর্শকরা৷ দর্শকদের ম্যাজিক দেখিয়ে মুগ্ধ করছেন ড্যানি হল৷ নিজের কাছে যাঁর পরিচয় ‘নট টু হেভি, নট টু টল’৷
অলিম্পিক দেখতে টেমসের পাড়ে থিকথিকে ভিড়৷ শহরজুড়ে ভেনু৷ দেশের তারকাদের সমর্থন দিতে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত দৌড়ঝাঁপ চলছে৷ লন্ডনের ট্র্যাফিক এড়িয়ে গন্তব্যে পৌঁছতে তাই বড় ভরসা এই ট্রেন৷ আর ট্রেনেই এই ক্রীড়াপ্রেমীদের মনোরঞ্জনে ব্যস্ত ড্যানি৷ তাস হাতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তিনি৷ ট্রেন সফরে ড্যানির এই ইন্দ্রজালে মুগ্ধ যাত্রীরাও৷
কিন্তু কেন এমন অভিনব পরিকল্পনা? হলের কথায়, ট্রেন যাত্রাতেও দ্য গ্রেটস্ট শো অন আর্থের স্পিরিট জুড়ে দিতেই তাঁর এই প্রয়াস৷
প্রতি দুপুরেই ট্রেনে ড্যানি হল এখন পরিচিত মুখ৷ যাঁর রকমারি জাদুর আনন্দ নিতে নিতেই লন্ডনের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পাড়ি দিচ্ছেন ক্রীড়াপ্রেমীরা৷
অলিম্পিক দেখতে টেমসের পাড়ে থিকথিকে ভিড়৷ শহরজুড়ে ভেনু৷ দেশের তারকাদের সমর্থন দিতে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত দৌড়ঝাঁপ চলছে৷ লন্ডনের ট্র্যাফিক এড়িয়ে গন্তব্যে পৌঁছতে তাই বড় ভরসা এই ট্রেন৷ আর ট্রেনেই এই ক্রীড়াপ্রেমীদের মনোরঞ্জনে ব্যস্ত ড্যানি৷ তাস হাতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন তিনি৷ ট্রেন সফরে ড্যানির এই ইন্দ্রজালে মুগ্ধ যাত্রীরাও৷
কিন্তু কেন এমন অভিনব পরিকল্পনা? হলের কথায়, ট্রেন যাত্রাতেও দ্য গ্রেটস্ট শো অন আর্থের স্পিরিট জুড়ে দিতেই তাঁর এই প্রয়াস৷
প্রতি দুপুরেই ট্রেনে ড্যানি হল এখন পরিচিত মুখ৷ যাঁর রকমারি জাদুর আনন্দ নিতে নিতেই লন্ডনের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পাড়ি দিচ্ছেন ক্রীড়াপ্রেমীরা৷
No comments:
Post a Comment