লন্ডন: বিশ্বের দ্রুততম মানুষ তিনিই, ফের প্রমাণ করলেন উসেইন বোল্ট৷ ফাইনালে ৯.৬৩ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে একশো মিটারে অলিম্পিক সোনা জিতে নিয়েছেন বোল্ট৷ অলিম্পিকে নিজেরই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছেন বোল্ট৷
বিশ্বের দ্রুততম মানুষের খোঁজে অপেক্ষা ছিল৷ অপেক্ষা ছিল চার বছরের৷ অপেক্ষা ১০ সেকেন্ডেরও কম সময়ের৷ আর তার মধ্যেই স্টার্টিং লাইন থেকে ফিনিশিং পয়েন্টে পৌঁছলেন বিদ্যুত্গতির উসেইন ‘থান্ডার’ বোল্ট৷ স্টেডিয়াম জুড়ে উল্লাস ধ্বনি -- বোল্ট, বোল্ট৷
সেমিফাইনাল পর্যন্ত বোল্টের পাশাপাশি উঠে আসছিল আরও একটা নাম৷ জামাইকারই ইয়োহান ব্লেক৷ কিন্তু পৃথিবীর দ্রুততম মানুষ যে তিনিই, ফাইনালে ফের তা একবার প্রমাণ করলেন বোল্ট৷
ফাইনালে ৯.৬৩ সেকেন্ড সময়ের মধ্যে দৌড়ে আবার একশো মিটারে অলিম্পিক সোনা জিতে নিলেন উসেইন বোল্ট। যা বোল্টেরই নতুন অলিম্পিক রেকর্ড৷ বেজিং অলিম্পিকে তাঁর সময় ছিল ৯.৬৯ সেকেন্ড৷ কিন্তু নিজেরই করা ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি তিনি৷
বোল্ট একবার বলেছিলেন, র্স্টাটটা নয়, শেষ ৫০ মিটারই তাঁর কাছে আসল৷ এ দিন সেমিফাইনালে শুরুতে একটু পিছিয়ে ছিলেন৷ কিন্তু মাঝপথে গতি বাড়িয়ে টপকে যান বাকিদের৷ ফাইনালটা নিশ্চিত ভাবেই আরও কঠিন ছিল৷ কিন্তু বোল্ট যে অন্য ধাতুতে গড়া৷
অলিম্পিকের ১০০ মিটার এবং ২০০ মিটারে পরপর দু’বার সোনা জেতা। কার্ল লুইসের পর আর কারও এই রেকর্ড নেই৷ ঠিক এই কৃতিত্বের সামনেই দাঁড়িয়ে ছিলেন বিদ্যুত্গতির বিশ্বের দ্রুততম মানব৷
সেই স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে গেলেন বোল্ট।৷
রুপো জিতলেন জামাইকারই ইয়োহান ব্লেক। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। ফাইনালে আট জনের মধ্যে সাত জনই দশ সেকেন্ডের কমে দৌড়লেন। আর এক জামাইকান আসাফা পাওয়েল শেষ করলেন আটে।
বিশ্বের দ্রুততম মানুষের খোঁজে অপেক্ষা ছিল৷ অপেক্ষা ছিল চার বছরের৷ অপেক্ষা ১০ সেকেন্ডেরও কম সময়ের৷ আর তার মধ্যেই স্টার্টিং লাইন থেকে ফিনিশিং পয়েন্টে পৌঁছলেন বিদ্যুত্গতির উসেইন ‘থান্ডার’ বোল্ট৷ স্টেডিয়াম জুড়ে উল্লাস ধ্বনি -- বোল্ট, বোল্ট৷
সেমিফাইনাল পর্যন্ত বোল্টের পাশাপাশি উঠে আসছিল আরও একটা নাম৷ জামাইকারই ইয়োহান ব্লেক৷ কিন্তু পৃথিবীর দ্রুততম মানুষ যে তিনিই, ফাইনালে ফের তা একবার প্রমাণ করলেন বোল্ট৷
ফাইনালে ৯.৬৩ সেকেন্ড সময়ের মধ্যে দৌড়ে আবার একশো মিটারে অলিম্পিক সোনা জিতে নিলেন উসেইন বোল্ট। যা বোল্টেরই নতুন অলিম্পিক রেকর্ড৷ বেজিং অলিম্পিকে তাঁর সময় ছিল ৯.৬৯ সেকেন্ড৷ কিন্তু নিজেরই করা ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি তিনি৷
বোল্ট একবার বলেছিলেন, র্স্টাটটা নয়, শেষ ৫০ মিটারই তাঁর কাছে আসল৷ এ দিন সেমিফাইনালে শুরুতে একটু পিছিয়ে ছিলেন৷ কিন্তু মাঝপথে গতি বাড়িয়ে টপকে যান বাকিদের৷ ফাইনালটা নিশ্চিত ভাবেই আরও কঠিন ছিল৷ কিন্তু বোল্ট যে অন্য ধাতুতে গড়া৷
অলিম্পিকের ১০০ মিটার এবং ২০০ মিটারে পরপর দু’বার সোনা জেতা। কার্ল লুইসের পর আর কারও এই রেকর্ড নেই৷ ঠিক এই কৃতিত্বের সামনেই দাঁড়িয়ে ছিলেন বিদ্যুত্গতির বিশ্বের দ্রুততম মানব৷
সেই স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে গেলেন বোল্ট।৷
রুপো জিতলেন জামাইকারই ইয়োহান ব্লেক। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। ফাইনালে আট জনের মধ্যে সাত জনই দশ সেকেন্ডের কমে দৌড়লেন। আর এক জামাইকান আসাফা পাওয়েল শেষ করলেন আটে।
No comments:
Post a Comment