Tuesday, 7 August 2012

২২ শ্রাবণে রবি স্মরণ শান্তিনিকেতনে

২২ শ্রাবণ কবিগুরুর প্রয়াণদিবসে তাঁকে স্মরণ করে সকাল শুরু করেছে বিশ্বভারতী৷ শান্তিনিকেতনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন ও উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত৷ 
মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় অনুষ্ঠানের শুভসূচণা করা হয়৷ শান্তিনিকেতনের উপাসণাগৃহে গান ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্মরণ করা হয় তাঁকে৷ অনুষ্ঠানে যোগ দিয়েছেন আশ্রমিক ছাত্র-ছাত্রী ও অধ্যাপকেরা৷ 
এই দিনটির স্মরণেই বৃক্ষরোপণ অনুষ্ঠান করা হয়৷ উপাসণাগৃহের পিছনেই প্রতীকী বৃক্ষরোপণ করেন রাজ্যপাল৷ 

No comments:

Post a Comment