Wednesday, 15 August 2012

মণিপুরে পরের পর বিস্ফোরণ


ইম্ফল: স্বাধীনতা দিবসে পর পর চার বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুর৷ মুখ্যমন্ত্রী ইবোবি সিংহের ভাষণের সময়ও হামলা হয়৷ সিরিজ বিস্ফোরণে আহতের সংখ্যা ৪৷ ঘটনায় কারও মৃত্যু হয়নি৷ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও কাউকে গ্রেফতার করা যায়নি৷ মণিপুর জুড়ে কঠোর করা হয়েছে নিরাপত্তা৷ এদিন ভাষণ দেওয়ার সময় জ্ঞান হারান মণিপুরের মুখ্যমন্ত্রী৷ তবে কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যান তিনি৷
সকাল ৮টা
প্রথম বিস্ফোরণটি হয় থৌবল জেলা কার্যালয়ের কাছে মেলার মাঠে৷ তখন স্বাধীনতা দিবসের প্রস্তুতি ছিল তুঙ্গে৷ পরের বিস্ফোরণটি হয় ইম্ফলের মণিপুর রাইফেলসের সদর দফতর থেকে ২ কিলোমিটার দূরে৷ মণিপুর রাইফেলসের মাঠে তখন স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তৃতা করছেন৷
সকাল ৯ টা
ইম্ফলের সাগোলব্যান্ডে ব্যস্ত রাস্তায় গ্রেনেড বিস্ফোরণে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ 
৯টা ১০
ইম্ফল নদীর ওপর মিনুথং ব্রিজে ফের বিস্ফোরণ৷
১০টা ৪৫
শেষ বিস্ফোরণটি হয় মহাবলী মন্দিরের কাছে৷
থৌবলে প্রথম বিস্ফোরণটি হওয়ার পরেই পুলিশ ও আধাসামরিকবাহিনী সমস্ত এলাকা ঘিরে ফেলে৷ অসম রাইফেলের নিরাপত্তাবাহিনী বিভিন্ন সন্দেহভাজন এলাকা ঘিরে ফেলে৷ বন্ধ করে দেওয়া হয় সমস্ত এক্সিট পয়েন্ট৷ বিভিন্ন এলাকায় জারি করা হয় রেড অ্যালার্ট৷ ঘটনার পর মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাজ্যে হিংসার কোনও জায়গা নেই৷ 

No comments:

Post a Comment