Friday, 17 August 2012

পুণে কাঁপল বিস্ফোরণে

পয়লা অগাস্টের পর ফের ১৭ অগাস্ট৷ সতেরো দিনের মাথায় ফের বিস্ফোরণে কাঁপল পুণে৷বিস্ফোরণের জেরে আহত হয়েছে চার বছরের এক শিশুও৷
শুক্রবার বেলা সাড়ে তিনটে নাগাদ বিস্ফোরণটি হয় পুণের পিমপিরি চিনচওয়াদ- এর ডঙ্গে চক এলাকার  লক্ষ্মী তারা কমপ্লেক্স নামের এক বহুতল আবাসনে৷ 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার আবাসনটির ভেতরেই একটি প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকতে দেখে পীযুশ ওয়ালুঞ্জকর নামে এক চার বছরের শিশু৷ কৌতূহলবশত, প্লাস্টিকটি হাতে তুলে নেয় সে৷ তখনই বিস্ফোরণটি ঘটে৷ আহত হয়েছে পীযুশ৷ তাকে তড়িঘড়ি স্থানীয় সূর্য হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিত্সা চলছে৷
তবে, মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণটি অত্যন্ত কম তীব্রতার৷ প্রাথমিক ভাবে অনুমান, প্লাস্টিকটির মধ্যে রাসায়নিক পদার্থ ছিল৷ তা থেকেই হয় বিস্ফোরণ৷ 
চলতি মাসের প্রথম দিনই জার্মান বেকারি বিস্ফোরণের আতঙ্ক উসকে পুণেতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে৷ নিষ্ক্রিয় করা হয় আরও দুটি বোমা৷ সেক্ষেত্রেও বিস্ফোরণগুলি কম তীব্রতার হওয়ায় ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি৷ আহত হন দয়ানন্দ পাতিল নামে এক ব্যক্তি৷ 

No comments:

Post a Comment