ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়াবৃদ্ধির জোরাল দাবি জানাল বাস,ট্যাক্সি সংগঠনগুলি৷।এক লাফে ডিজেলের ৫ টাকা মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে আজ দুপুর ২ টোয় জরুরি বৈঠকে বসছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস৷ বৈঠকে সংগঠনের কলকাতা ও জেলার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সরকারের কাছে ২৪ ঘন্টার মধ্যে বাস ভাড়া বৃদ্ধির দাবি জানানো হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে৷ সরকার ভাড়া না বাড়ালে লাগাতর ধর্মঘটেরও ইঙ্গিত দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস৷ শুধু সিন্ডিকেটসই নয়, বেঙ্গল বাস সিন্ডিকেটসও পরবর্তী সিদ্ধান্ত নিতে বিকেল চারটেয় বৈঠকে বসছে৷ মিনিবাস সংগঠনগুলির পক্ষ থেকেও অবিলম্বে ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছে৷ এই দাবিতে বিকেল চারটেয় বৈঠকে বসছে তারা৷ ট্যাক্সি সংগঠনগুলিও একই দাবিতে বিকেল চারটেয় বৈঠকে বসছে৷
২০০৯-এর পর ৯ দফায় ডিজেলের দাম বাড়লেও বাস ভাড়া বাড়েনি৷ বসে গিয়েছে ৫-৭ হাজার বাস৷ এই প্রেক্ষিতে বাস মালিকরা যাত্রী পরিষেবা দিতে না পারলে তার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে এদিন জানিয়েছেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটসের যুগ্ম সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়৷ বাস ও ট্যাক্সি সংগঠনগুলির বক্তব্য, ভাড়া না বাড়ালে তাদের পক্ষে পথে আর বাস, ট্যাক্সি নামানো সম্ভব নয়৷

No comments:
Post a Comment