Total Pageviews

Thursday, 13 September 2012

মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে মর্মাহত:মমতা


নয়াদিল্লি ও কলকাতা: ডিজেলের দাম লিটারে একলাফে পাঁচ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ঘরে-বাইরে তুমুল সমালোচনা, প্রতিবাদের মুখে পড়ল ইউ পি এ সরকার।পাশাপাশি ভর্তুকিতে রান্নার গ্যাসের সংখ্যা বছরে ছটিতে বেঁধে দেওয়ার সিদ্ধান্তেও প্রবল ক্ষোভ জানিয়েছে সব মহল।এই মূল্যবৃদ্ধিকে নজিরবিহীন আখ্যা দিয়েছে সরকারের গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেস। তাদের  সঙ্গে কোনও আলোচনা না করেই কেন্দ্র একতরফা সিদ্ধান্ত নিয়েছে বলে ক্ষোভ জানিয়েছে তারা৷ 
তৃণমূলের বক্তব্য, তাদের অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এতে মর্মাহত।সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে রাস্তায় নামার হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।কোনওরকম আলোচনা না করেই একরতফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ রাস্তায় নেমে এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও, কেন্দ্র থেকে এখনই সমর্থন প্রত্যাহারের কথা ভাবছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ওপর থেকে এখনই সমর্থন প্রত্যাহার করতে পারলে তিনি খুশি হতেন৷ কিন্তু তাহলে অন্য দল কেন্দ্রীয় সরকারকে সমর্থন করবে৷সেক্ষেত্রে তৃণমূলের বদনাম হবে সমর্থন তুলে নেওয়ার জন্য৷ মুখ্যমন্ত্রী মনে করেন, ডিজেলের দাম বাড়ায় কৃষকরা সমস্যায় পড়বেন৷ এই সিদ্ধান্ত তিনি মানবেন না বলেও জানিয়ে দিয়েছেন৷ প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন শুরু করবে তৃমমূল৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শনিবার কলকাতায় মিছিল হবে৷ সেই মিছিলে  নিজে হাঁটবেন বলেও জানিয়েছেন তিনি।আগামিকাল কাল বিকেল থেকে প্রতিবাদে ব্লকে-ব্লকে মিছিল করবে তৃণমূল৷ দলে আলোচনা করেই পরের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
২০১৪র ভোট মাথায় রেখে তৃতীয় ফ্রন্ট গড়ার উদ্যোগ নেওয়া মুলায়ম সিংহ যাদবের সমাজবাদী পার্টিও অসন্তুষ্ট।।প্রধান বিরোধী দল বিজেপিও বলেছে, কেন্দ্রীয় সরকার পেট্রোল মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে, সাধারণ মানুষের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করল। 

No comments:

Post a Comment