Total Pageviews

Thursday, 13 September 2012

দুর্গাপুরকাণ্ডে ধৃতদের টি আই প্যারেড


দূর্গাপুর ধর্ষণকান্ডে ধৃতদের টি আই প্যারেডের নির্দেশ আদালতের৷ শুক্রবার সকাল ১১ টা নাগাদ দুর্গাপুর মহকুমা সংশোধনাগারে অভিযোগকারিণী ও তাঁর স্বামী সনাক্ত করবেন ধৃতদের৷ উপস্থিত থাকবেন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ৷দুর্গাপুর-আসানসোলের অতিরিক্ত পুলিশ কমিশনার সুনীল যাদব একথা জানিয়েছেন৷
ঘটনার দিন মহিলাকে ১৬ জন দুষ্কৃতী তুলে নিয়ে ২ নম্বর জাতীয় সড়কের পাশে এক অন্ধকার ঝোপে টেনে নিয়ে যায় বলে অভিযোগ৷ এরপর ৫জন ওই মহিলাকে ধর্ষণ করে বলে জেরায় জানিয়েছে দুষ্কৃতীরা৷ ধৃত ১১ জনের ডিএনএ সংগ্রহ করা হয়েছে৷ শুক্রবার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে নমুনা পাঠানো হবে৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মহিলার ট্রাউজারও পাঠানো হবে ফরেন্সিক ল্যাবে৷ 


No comments:

Post a Comment