Total Pageviews

Saturday, 15 September 2012

এনডিএ বনধ


২০শে ভারত বনধে এনডিএ 
নয়াদিল্লি একের পর এক দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগ ও আর্থিক সংস্কারের লক্ষ্যে তাঁর দ্বিতীয় ইউ পি এ সরকারের  নেওয়া যাবতীয় সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারত বনধের ডাক দিল এনডিএ৷ আজ নয়াদিল্লিতে এই কর্মসূচির কথা ঘোষণা করেন লালকৃষ্ণ আডবাণী৷ বিজেপি-র শীর্ষ নেতারা ছাড়াও এনডিএ-র অন্যান্য নেতারা হাজির ছিলেন সেখানে৷ তাঁদের অভিযোগ, কোল ব্লক কেলেঙ্কারি সহ নানা দুর্নীতিতে জড়িত এই সরকার৷ আজ আদবানি তাঁর ব্লগে বলেছেন, এমন একটা সময়ে এই সরকার বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় ৫১ শতাংশ এফডিআই অনুমোদন করল, যখন দেশে কোল ব্লক কেলেঙ্কারি নিয়ে আলোড়ন চলছে। নানা মহলের অভিমত, বিতর্কের ফোকাসটা দুর্নীতি থেকে সংস্কারের দিকে সরানোর চেষ্টা হচ্ছে।সেজন্যই বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় এফডিআইয়ে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত। কিন্তু কেন্দ্র যদি ভেবে থাকে এই লক্ষ্যে সফল হবে, তাহলে বড় ভুল করবে। মনমোহন সিং সরকার হারাকিরি করছে বলেও মন্তব্য করেন তিনি। ২০ সেপ্টেম্বর ডিজেলের মূল্যবৃ্দ্ধি ও খুচরোয় এফডিআই প্রত্যাহারের দাবিতে বাম শিবির, সমাজবাদী পার্টি, জেডিইউ, বিজেডি আলাদাভাবে প্রতিবাদ দিবস পালন করবে।

No comments:

Post a Comment