Total Pageviews

Monday, 13 August 2012

শিলাদিত্যের জামিন নাকচ

বিনপুরে গ্রেফতার হওয়া শিলাদিত্য চৌধুরীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে ঝাড়গ্রাম মহকুমা আদালত৷ শিলাদিত্যের ২৪ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বহাল রয়েছে৷ রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, মত্ত অবস্থায় বেসামাল হয়ে নিরাপত্তা বলয়ের মধ্যে ঢুকে গোলমাল করে ছিলেন ওই ব্যক্তি৷ ধাক্কাধাক্কি ও কটূক্তি করেছিলেন মহিলাদের প্রতিও৷ এছাড়াও ডিজি জানান, জেলা পুলিশের কাছে তথ্য ছিল, কিছু লোক সভাস্থলে ঢুকে গোলমাল পাকাতে পারে৷ সেকারণেও সতর্ক ছিল পুলিশ৷ তাই তাকে গ্রেফতার করা হয়৷ এবিষয়ে পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছেন ডিজি৷
বুধবার পশ্চিম মেদিনীপুরের বিনপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন সভাস্থল থেকে শিলাদিত্য চৌধুরী নামে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর উদ্দেশে কিছু বলেন৷ এরপরই  পুলিশ তাঁকে সভাস্থল থেকে বের করে দেয়৷ শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ শুরু হয় একাধিক ধারায় মামলা৷ 
শনিবার আদালতে তোলা হলে ধৃতকে ২৪ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷সোমবার ঝাড়গ্রাম আদালতে ধৃতের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী৷ খারিজ হয়ে যায় সেই আবেদন৷ 

No comments:

Post a Comment