Total Pageviews

Thursday, 2 August 2012

রাজ্য সরকারি কর্মীদের বোনাস বাড়ল

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য পুজোর বোনাস ২১০০ থেকে বেড়ে হচ্ছে ২৫০০ টাকা৷বোনাসের ক্ষেত্রে মূল বেতনের ঊর্ধ্বসীমা ২০ হাজার থেকে বেড়ে হচ্ছে ২২ হাজার৷ জানুয়ারির মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ৭ শতাংশ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘোষণা হয়েছে দুমাসের বকেয়া এরিয়ার মিটিয়ে দেওয়ারও৷
গত বছর পুজোর অ্যাডহক বোনাস দেওয়া হয়েছিল ২১০০ টাকা৷ এবার সেই অঙ্কটা বাড়িয়ে করা হয়েছে ২৫০০ টাকা৷ পাশাপাশি, বোনাসের ক্ষেত্রে মূল বেতনের ঊর্ধ্বসীমাও ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২২হাজার টাকা করেছে রাজ্য সরকার৷ 
ফলে, এবার আরও বেশি সংখ্যক সরকারি কর্মচারী বোনাসের আওতায় আসবেন৷উপকৃত হবেন পেনশনভোগীরাও৷ আগে তাঁরা ৮০০ টাকা বোনাস পেতেন, এবার তাঁরা পাবেন ৯০০ টাকা৷ পাশাপাশি জানুয়ারিতে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ৭ শতাংশ এবং দু’মাসের এরিয়ারও দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ 
তবে, কর্মচারী সংগঠনগুলির একাংশের বক্তব্য, ইতিমধ্যেই সরকারি কর্মীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে৷ কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য ৮থেকে ৯ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেতে চলেছেছে৷ জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও আট থেকে ৯ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে৷ সেক্ষেত্রে জানুয়ারিতে রাজ্য সরকারের বকেয়া মহার্ঘভাতা দাঁড়াবে প্রায় ৩৮ শতাংশ৷ ফলে জানুয়ারিতে রাজ্য সরকার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ৭ শতাংশ মেটানো হলেও, তখনও প্রায় ৩১ শতাংশ বকেয়া বাকি থাকবে৷
যাঁরা রমজান পালন করছেন, তাঁদের বোনাস এখনই দিয়ে দেওয়া হবে, বাকিরা ১লা অক্টোবর বোনাস পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ 

No comments:

Post a Comment