লন্ডনঃ অলিম্পিকে ভারতের ষষ্ঠ পদক নিশ্চিত করলেন কুস্তিগীর সুশীল কুমার৷ ৬৬ পুরুষদের কেজি বিভাগে ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে পৌঁছলেন তিনি৷ সেমিফাইনালের কঠিন লড়াইয়ে সুশীল হারালেন কাজাখাস্তানের আকঝুরেক টানাটারোভ৷ প্রথম রাউন্ড সহজে জিতলেও দ্বিতীয় রাউন্ডে হেরে যান সুশীল৷ পিছিয়ে পড়েন তৃতীয় রাউন্ডের শুরুতেও৷ শেষ পর্যন্ত লড়াই করে ফিরে আসেন সুশীল৷ ফাইনালে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠলেন সুশীল৷ নিশ্চিত করলেন পদক৷ অলিম্পিক সোনা থেকে এক ম্যাচ দূরে রইলেন বেজিং অলিম্পিকের ব্রোঞ্জজয়ী৷
এর আগে অলিম্পিকের দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনালে পৌছন সুশীল কুমার৷ শেষ আটে তিনি হারান উজবেকিস্তানের ইখতিওর নাভরুজোভকে৷ কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ডে জিতলেও ভুল চ্যালেঞ্জ করে দ্বিতীয় রাউন্ড হারেন সুশীল৷ শেষপর্যন্ত তৃতীয় রাউন্ডে জিতে শেষ চারে ফাইনালে পৌছন সুশীল৷প্রথম রাউন্ডে সুশীল হারান ২০০৮-এ বেজিং অলিম্পিকে সোনাজয়ী তুরস্কের শাহিন রামাজানকে।
ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী জাপানের ইয়োনেমিত্সু।এদিন সন্ধে ৬.৩৩ মিনিটে ফাইনাল খেলা হবে। লন্ডন অলিম্পিকে প্রথম সোনার পদকের জন্য এখন সুশীলের দিকে তাকিয়ে সারা দেশ।
No comments:
Post a Comment