Total Pageviews

Monday, 6 August 2012

মঙ্গলে সফল অবতরণ ‘কিউরিওসিটি’র


ক্যালিফোর্নিয়া: প্রায় সাড়ে পাঁচ কোটি কিলোমিটার পেরিয়ে অবশেষে মঙ্গলে সফল অবতরণ করল রোভার কিউরিওসিটি৷ভারতীয় সময় সকাল এগারোটা বেজে ২ মিনিট নাগাদ মঙ্গলের মাটি স্পর্শ করে নাসার মহাকাশযান ‘কিউরিওসিটি’।এই নিয়ে চতুর্থবার ‘লাল গ্রহ’-এর আবহাওয়া ও প্রাণের অস্তিত্ব খুঁজতে মহাকাশযান পাঠাল নাসা। এই যানটি বানাতে খরচ হয়েছে প্রায় ২৬০ কোটি মার্কিন ডলার।কিউরিওসিটির সফল অবতরণের পর উচ্ছ্বাসে ভেসে যায় নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে৷ মঙ্গলে কি মিলবে প্রাণের খোঁজ, আশায় রয়েছেন বিজ্ঞানীরা৷
এদিকে রোভার কিউরিওসিটির মঙ্গলে সফল অবতরণের পর, স্বপ্নপূরণ হল আর এক বাঙালির৷ মঙ্গলে সফল অবতরণ করা  রোভার কিউরিওসিটি অনীতা সেনগুপ্তর হাতে গড়া।এই মহাকাশযানের সফল অবতরণের সঙ্গে সঙ্গে  স্বার্থক হল অনীতা সেনগুপ্তর পরিশ্রম৷ তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনীতা৷
রোভার কিউরিওসিটি মঙ্গলের মাটি স্পর্শ করার সঙ্গে নাসা ছুঁয়ে ফেলল নতুন এক মাইলস্টোন৷ সাত মিনিটের আতঙ্ককাটিয়ে মঙ্গলের মাটি ছুঁয়েছে রোভার কিউরিওসিটি৷ মঙ্গলপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার উচ্চতায় ওই মহাকাশযানের দেহ থেকে খুলে যায় বিশালকায় প্যারাশ্যুট৷ আরও কমতে থাকে মহাকাশযানের অবতরণের গতি৷ শেষ ৭ মিনিটে ঘণ্টায় ১৩ হাজার মাইলের নক্ষত্রগতিকে ধীরে ধীরে কমিয়ে একেবারে শূন্যে কমিয়ে এনে লালমাটি ছোঁয়ে রোভার কিউরিওসিটি৷ আতঙ্কের প্রহর কাটিয়ে কিউরিওসিটির সফল অবতরণের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি৷ 

No comments:

Post a Comment