Total Pageviews

Tuesday, 14 August 2012

বিনামূল্যে কেমো উত্তরবঙ্গ মেডিক্যালে

ক্যান্সার চিকিত্সার ব্যয়ভার থেকে রেহাই দিতে বিনামূল্যে কেমোথেরাপির ব্যবস্থা৷ দেশে এই প্রথম উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চালু হচ্ছে এই পরিষেবা৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, খুব তাড়াতাড়িই বিনামূল্যের কেমোথেরাপি চালু হবে গোটা রাজ্যে৷ প্রকল্পের ৮০ শতাংশ ব্যয়ভার কেন্দ্রের, ২০ শতাংশ রাজ্যের৷

সম্প্রতি  বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামূল্যে কেমো দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই পরিষেবা চালুর জন্য প্রথমেই বেছে নেওয়া হয়েছে এ রাজ্যের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজকে৷ উত্তরবঙ্গের তিন জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে সমীক্ষা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বুধবার স্বাধীনতা দিবসের দিন থেকে চালু হচ্ছে এই পরিষেবা৷ কেমোথেরাপির সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ক্যান্সারের ওষুধও৷  প্রকল্পে মোট আর্থিক বরাদ্দের ৮০ শতাংশ টাকা দেবে কেন্দ্র, বাকি ২০ শতাংশ টাকা দেবে রাজ্য৷ দরিদ্র, ধনী নির্বিশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অঙ্কোলজি বিভাগে এই পরিষেবা দেওয়া হবে৷ 

No comments:

Post a Comment