মহাকাশ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা এলো ভারতীয়দের জন্য৷ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে জাতীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানালেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস৷

মহাকাশ থেকে দেশবাসীর প্রতি তাঁর বার্তা, ভারত সুন্দর দেশ৷ আমার বাবা গুজরাতের মানুষ৷ তাই আমি অর্ধেক ভারতীয়৷ ভারতীয় হিসেবে আমি গর্বিত৷ স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরে গর্বিত৷ ভারতের মহান মানুষদের মনের জোরেই, বিশেষত মহাত্মা গাঁধীর অবদানে, স্বাধীনতা পেয়েছে আমাদের দেশ৷ সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা৷
সুনীতা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের উপর থেকে, পৃথিবীকে দেখতে ভারী সুন্দর লাগছে৷ জানিয়েছেন, ভারতকে মিস করছেন তিনি৷
পনেরোই জুলাই দ্বিতীয়বারের জন্য মহাকাশের উদ্দেশে পাড়ি দেন সুনীতা৷ আগামী নভেম্বরে তাঁর পৃথিবীতে ফেরার কথা৷
No comments:
Post a Comment