লন্ডনঃ ৬৬ পুরুষদের কেজি বিভাগে ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে হেরে গেলেন ভারতের সুশীল কুমার।তার আগেই অবশ্য ফাইনালে পৌঁছে এবারের অলিম্পিকে ভারতের ষষ্ঠ পদক নিশ্চিত করেন কুস্তিগীর সুশীল কুমার৷ লন্ডন অলিম্পিকে ভারতকে দ্বিতীয় রুপোর পদক এনে দিলেন তিনি। সেমিফাইনালের কঠিন লড়াইয়ে সুশীল হারান কাজাখাস্তানের আকঝুরেক টানাটারোভ৷ সেমিফাইনালে প্রথম রাউন্ড সহজে জিতলেও দ্বিতীয় রাউন্ডে হেরে যান সুশীল৷ পিছিয়ে পড়েন তৃতীয় রাউন্ডের শুরুতেও৷ শেষ পর্যন্ত লড়াই করে ফিরে আসেন সুশীল৷ ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে ওঠেন সুশীল৷ তখনই অলিম্পিকে তাঁর দ্বিতীয় পদক নিশ্চিত করেন তিনি৷ ২০০৮-এ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন সুশীল৷
এর আগে অলিম্পিকে এই বিভাগে দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনালে পৌছন সুশীল কুমার৷ শেষ আটে তিনি হারান উজবেকিস্তানের ইখতিওর নাভরুজোভকে৷ কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ডে জিতলেও ভুল চ্যালেঞ্জ করে দ্বিতীয় রাউন্ড হারেন সুশীল৷ শেষপর্যন্ত তৃতীয় রাউন্ডে জিতে শেষ চারে ফাইনালে পৌছন সুশীল৷প্রথম রাউন্ডে সুশীল হারান ২০০৮-এ বেজিং অলিম্পিকে সোনাজয়ী তুরস্কের শাহিন রামাজানকে।
এর আগে অলিম্পিকে এই বিভাগে দ্বিতীয় ম্যাচ জিতে সেমিফাইনালে পৌছন সুশীল কুমার৷ শেষ আটে তিনি হারান উজবেকিস্তানের ইখতিওর নাভরুজোভকে৷ কোয়ার্টার ফাইনালে প্রথম রাউন্ডে জিতলেও ভুল চ্যালেঞ্জ করে দ্বিতীয় রাউন্ড হারেন সুশীল৷ শেষপর্যন্ত তৃতীয় রাউন্ডে জিতে শেষ চারে ফাইনালে পৌছন সুশীল৷প্রথম রাউন্ডে সুশীল হারান ২০০৮-এ বেজিং অলিম্পিকে সোনাজয়ী তুরস্কের শাহিন রামাজানকে।

শেষপর্যন্ত ফাইনালে সুশীল কুমার হারলেন জাপানের প্রতিদ্বন্দ্বী তাত্সুহিরো ইয়োনেমিতসুর কাছে৷ ফাইনালের প্রথম দুই রাউন্ডেই হার মানেন সুশীল৷ ফলে রুপোর পদক পান তিনি। সেই সঙ্গে ইতিহাসের পাতায় নিজের নাম তুলে ফেললেন তিনি। পরপর দুটি অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে পদক জয়ের বিরল নজির গড়লেন তিনি। ৪টি ব্রোঞ্জের পাশাপাশি ২টো রুপো নিয়ে এবারের অলিম্পিক অভিযান শেষ করছে ভারত৷অলিম্পিকের ইতিহাসে ভারতের এটাই সেরা পারফরম্যান্স।এবারের অলিম্পিকে পদকতালিকার ৫৪ নম্বর স্থানে রইল ভারত৷
No comments:
Post a Comment