Total Pageviews

Sunday, 19 August 2012

পতাকা অবমাননায় গ্রেফতার মডেল

মুম্বই: জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গ্রেফতার মডেল অভিনেত্রী গহনা বশিষ্ট৷ মুম্বইয়ের ওসিওয়ারায় গহনার ফ্ল্যাট থেকে শনিবার তাঁকে গ্রেফতার করে পুণে পুলিশ৷ পুলিশ গহনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুণে নিয়ে এসেছে৷

রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি দলের নেতা রবি দলসির অভিযোগের ভিত্তিতে গহনা বশিষ্টকে গ্রেফতার করেছে পুলিশ৷ গহনার বিরুদ্ধের অভিযোগ, তিনি জাতীয় পতাকার বিকিনি পরে ছবি তুলে সেই ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছেন৷ গহনা বশিষ্ট ভোপালের বাসিন্দা৷ পাসপোর্টে যদিও তাঁর নাম রয়েছে বন্দনা রবিন্দর তিওয়ারি৷


No comments:

Post a Comment